গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১০, ২০২১
১১:১৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২১
১১:১৫ অপরাহ্ন
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সেবায় এগিয়ে এসেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষ এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। আর করোনা সংকটকালে এমন মানবিক উদ্যোগ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রশংসা করছেন স্থানীয় বিশিষ্টজনরা।
জানা গেছে, প্রথম পর্যায়ে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে উপজেলার সকল শ্রেণির মানুষকে এ অক্সিজেন সেবা দেওয়া হবে। উপজেলার ১টি পৌরসভা এবং ১১টি ইউনিয়নে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালিত হবে। জনসাধারণ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে কল দিলেই এ অক্সিজেন সিলিন্ডার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যেসব সেবামূলক সংগঠন উপজেলায় কাজ করছে, তাদের মাধ্যমেও অক্সিজেন সেবা রোগীর নিকট পৌঁছে দেওয়ার কথা জানান নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারীকালে একজন আক্রান্ত রোগীর প্রয়োজন পড়ে অক্সিজেনের। রোগীর অক্সিজেন সিচুরেশন নেমে গেলে দ্রুততার সঙ্গে কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। করোনা মহামারির এই সময়ে চাহিদার তুলনায় অক্সিজেনের সুবিধা অপ্রতুল। তাই সেসব সাধারণ মানুষের কথা ভেবে এরকম অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, দেশের সকল সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। করোনাভাইরাসের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারের লকডাউনেও এর ব্যতিক্রম হয়নি। মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সবসময় মাঠে আছে। তারই অংশ হিসেবে উপজেলার ১টি পৌরসভা এবং ১২টি ইউনিয়নে সকল মানুষকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য আমরা ৩০টি সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। করোনায় আক্রান্ত কিংবা করোনার উপসর্গে শাসকষ্টজনিত কারণে কারও অক্সিজেন প্রয়োজনের খবর পেলেই সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে রোগীর বাড়িতে।
তিনি এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে থাকার জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশকে স্বাভাবিক অবস্থায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে।
ফ্রি অক্সিজেন সেবার পৃষ্ঠপোষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নিজ নিজ অবস্থান থেকে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে মানুষের পাশে ছিল। বর্তমানে তারই অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রম নিয়ে উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা।
শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল জলিল বলেন, গোলাপগঞ্জ উপজেলাবাসীর কথা ভেবে মানুষকে ভালোবেসে করোনা রোগীদের কথা ভেবে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।
উপজেলা আওয়ামী লীগের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, এই করোনা মহামারীতে তাদের অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সবাইকে সচেতন হয়ে করোনা পজিটিভদের অক্সিজেন দিতে হবে। আমাদের কাছে প্রশিক্ষণ চাইলে আমরা সহযোগিতা করব।
এফএম/আরআর-০৪