নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২১
০৫:৪৩ অপরাহ্ন
সিলেট জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। যারা এ টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন তারাই এবার এ টিকা পাচ্ছেন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) প্রথমদিনে টিকা নিতে মানুষের ভিড় দেখা গেছে টিকা কেন্দ্রগুলোতে।
সিলেট সিটি করপোরেশন গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সিসিক এলাকার বাসিন্দা যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা পাননি তাদেরকে মঙ্গলবার (আজ) থেকে টিকা প্রদান শুরু হবে। বন্দরবাজারস্থ নগর ভবনে (সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে) সকাল ৯ টা থেকে এই টিকাদান শুরু হবে।
তবে আজ সরেজমিনে নগরভবনে গিয়ে দেখা যায়, সকাল ৯টার আগে থেকে টিকা প্রত্যাশীরা নগরভবনের সামনে ভিড় জমিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে থাকে। সিসিক গতকাল বিজ্ঞপ্তিতে বলেছিল যারা টিকা গ্রহণের ম্যাসেজ পাবেন তারাই টিকা নিতে আসবেন। তবে প্রথম দিন ম্যাসেজ না পেয়ে নগর ভবনে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, 'আমরা প্রথম দিন ৪০০ জনকে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য ম্যাসেজ দিয়েছিলাম। তবে এর বেশি মানুষ টিকা নিতে এসেছেন। তাদের মধ্যে অনেকেই ম্যাসেজ না পেয়ে চলে এসেছেন। তাদেরকে আমরা এখন আলাদ লাইনে দাঁড় করিয়ে ম্যাসেজ দিয়ে টিকা দিব। তবে অনুরোধ থাকবে ম্যাসেজ পেয়ে টিকা নিতে আসুন।'
জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান শুরু হয়৷ এই টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় এপ্রিলে। তবে টিকা সঙ্কটের কারণে ১২ মে থেকে নগরে দ্বিতীয় ডোজ প্রদান বন্ধ হয়ে যায়। এত নগরের প্রায় ১৪ হাজার টিকাগ্রহীতা দ্বিতীয় ডোজ টিকা নিয়ে শঙ্কায় পরেন। পরে গত ৬ আগস্ট নতুন করে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে।
এনএইচ/০২