প্রফেসর হাবিবার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এমসি কলেজ প্রতিনিধি


আগস্ট ১০, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন



প্রফেসর হাবিবার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর হাবিবা আক্তারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দর্শন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (৯ আগস্ট) বিকেলে আসরের নামাজের পর নগরের টিলাগড় রাজপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দর্শন বিভাগের শিক্ষক আবু নাসের খান ও সালেহ মো. জাহেদুর ইসলামসহ কলেজের আরও কিছু বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মিলাদ শেষে প্রয়াত এই শিক্ষকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, গত ২০ জুলাই বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরের শামসুদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই শিক্ষক। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এমসি কলেজের প্রথম শিক্ষক তিনি। কলেজটির স্বনামধন্য এই শিক্ষকের চলে যাওয়ার খবরে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে আসে।


এএ/আরআর-০৮