কানাইঘাটে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ০৯, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



কানাইঘাটে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১’তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা রবিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজির সভাপতিত্বে শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর ভার্চুয়াল ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরসরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।

আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো. জিলানী, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি ও কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) সৌমিত্র কর্মকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, বাঙ্গালী জাতির অধিকার আদায় সহ মহান স্বাধীনতা সংগ্রামের প্রতিটি প্রেরণার উৎস ছিলেন।

জাতির পিতার সকল সংগ্রামী কর্মকান্ডে তিনি প্রেরণা যুগিয়ে ছিলেন ও স্বাধীনতা যুদ্ধের একজন সর্বশেষ্ঠ গেরিলা ছিলেন। তার মতো মহীয়সী নারীকে সব সময় আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানে অর্থ বিতরণ করা হয়।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন।

এম আর/বি এন-০৩