সিলেটে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৯, ২০২১
০৪:৫৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৪:৫৯ অপরাহ্ন



সিলেটে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে মঙ্গলবার
# পাওয়া যাবে নগরভবন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সিলেটে আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। যারা আগে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা পেয়ে দ্বিতীয় ডোজ পাননি তারাই এবার এই টিকা পাবেন। 

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা টিকা নেবেন বন্দরবাজারস্থ সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে। আর উপজেলার বাসিন্দারা টিকা পাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। মৌলভীবাজার ও সুনামগঞ্জে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়েছে রবিবার (৮ আগস্ট) থেকে।  

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, মঙ্গলবার থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করব। যারা এই টিকার দ্বিতীয় ডোজ আগে পাননি তারাই এ টিকা নেবেন। তবে তাদের কাছে টিকাগ্রহণের কোনো ম্যাসেজ যাবে না। আগের টিকাকার্ড নিয়ে গেলেই তারা টিকা দিতে পারবেন।’ 

আর সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে নগরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হবে। ভিড় এবং বিভ্রান্তি কমাতে আমরা এই টিকা শুধু সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে দিব। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সিসিক কার্যালয়ে এই টিকাদান কার্যক্রম চলবে।’ 

তিনি আরও বলেন, ‘প্রথম তিন-চারদিন আমরা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ম্যাসেজ পাঠাব। ম্যাসেজ পেলেই জনসাধারণকে আসতে অনুরোধ করছি। তারপরও কেউ চলে এলে আমরা তাকে ফিরিয়ে দিব না।’ 

জানা গেছে, সিলেটে এ বছরের ৭ ফেব্রুয়ারি সিলেটে শুরু হয় গণটিকাদান কার্যক্রম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই গণটিকা কার্যক্রম চলে। আর ৮ এপ্রিল থেকে এই টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। তবে টিকা শেষ হয়ে যাওয়ায় গত জুনে বন্ধ হয়ে যায় টিকাদান কার্যক্রম। ফলে অনেকেই অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি। এবার তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পর্যন্ত বিভাগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৩০৮ জন। এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১২ হাজার ৭৬৫ জন। অর্থাৎ প্রথম ডোজ টিকা নেওয়া ৮৫ হাজার ৫৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। 

এ অবস্থায় গত ৬ আগস্ট সিলেট বিভাগে অ্যাস্ট্রাজেনেকার ৭৬ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে সিলেট জেলায় আসে ২৮ হাজার ডোজ, সুনামগঞ্জে ২০ হাজার ডোজ, হবিগঞ্জে ১৬ হাজার ডোজ এবং মৌলভীবাজার জেলায় এই টিকার ১২ হাজার ডোজ আসে। এরপরেই সিদ্ধান্ত হয় বিভাগের যারা প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারা এই টিকা পাবেন। 

এদিকে, রবিবার মৌলভীবাজার ও সুনামগঞ্জে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।  মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সিলেট মিররকে বলেন, ‘জেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা দেওয়া হচ্ছে। তবে দ্বিতীয় ডোজ গ্রহণের ক্ষেত্রে আমরা কোনো ম্যাসেজ দিচ্ছি না।’ 

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা মো. শামস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জে রবিবার থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। জেলা সদর হাসপাতাল ও প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা দেওয়া হচ্ছে।’ যাদের ম্যাসেজ দেওয়া হচ্ছে তারাই টিকা নিচ্ছেন।

এনএইচ/আরসি-০৬