নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৯, ২০২১
০৪:১৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৪:১৭ অপরাহ্ন
করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ানোর উদ্যোগে সিলেট জেলা ও মহানগর বিএনপি মেয়র আরিফুল হক চৌধুরীকে পাশে পায়নি বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তবে নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এই বক্তব্যকে জালালী পংকীর ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন। আর জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিবৃতিতে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘মেয়র আরিফ জনপ্রতিনিধি, নগরের অভিভাবক। একইসঙ্গে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা এবং বিএনপি নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে ও সহযোগিতায় নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচিত হওয়ার পর তিনি তার স্বভাবসুলভ স্থানীয় বিএনপির শীর্ষ থেকে তৃণমূল নেতাকর্মী, যাদের ত্যাগে-শ্রমে তিনি নির্বাচিত, তাদের সঙ্গে অদৃশ্য দেওয়াল গড়ে তুলেন।’
পংকী বলেন, ‘দলের স্বার্থে যেকোনো উদ্যোগ ও সমন্বয়ে মেয়র আরিফের বিপরীত ভূমিকা দেখা যায়। করোনা মহামারীতে সিলেটে অক্সিজেন সংকট ও মৃত্যু তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে রোগীদের সেবায় সিলেট নগরের ভাতালিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে ‘করোনা সহায়তা কেন্দ্র’ চালু করেছে। যেখানে টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, করোনা টিকার রেজিস্ট্রেশন সেবা, দাফন-কাফন ও সৎকার সেবা, সেচ্ছাসেবী সেবা অন্তর্ভুক্ত রয়েছে। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন, ড্যাব ও এম এ হক স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় সেচ্ছাসেবীরা মানুষের দোরগড়ায় যথাসম্ভব সেবা পৌঁছে দিচ্ছে। সাধ্যের মধ্যে খাদ্য সহযোগিতাও করে যাচ্ছে। উদ্যোগকে সফল ও স্বার্থক করতে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা রয়েছে। মাঠ পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কাজ করে যাচ্ছে। কিন্তু এমন মহতী উদ্যোগে মেয়র আমাদের পাশে নেই।’
নেতাকর্মীদের দুঃসময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীরা এখন চরম দুঃসময় পার করছে। নগরের অভিভাবক ও বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে মেয়রের যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। কিন্তু তিনি নির্বিকার। নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। নিজের চেয়ারকে পাকাপোক্ত করতে দৃষ্টি শুধু নিজের দিকে। দলের দুঃসময়ে ও যেকোনো উদ্যোগে যখন তাকে পাওয়া যায় না। আমরাও শপথ করে বলি, নির্বাচনের সময় আমরা তার পাশে দাঁড়াব না। দল ও জনগণের স্বার্থে আমরা নির্বাচনে অনেক প্রত্যাশা নিয়ে আরিফুল হক চৌধুরীর পাশে দাঁড়াই। কিন্তু নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ভিন্ন আরিফুল হক চৌধুরীকে দেখতে পায়। যেখানে দলীর স্বার্থ গৌণ।’
পংকীর এই বক্তব্যের দায়ভার মহানগর বিএনপির নয় বরং এটা একান্তই ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সিলেট মিররকে বলেন, ‘করোনা সহায়তা কেন্দ্রের কার্যক্রম সারাদেশজুড়ে চলছে। সিলেটে জেলা ও মহানগর বিএনপি একসঙ্গে কাজ করছে। এর পুরোটাই জেলা ও মহানগর বিএনপির সদস্যদের দ্বারা পরিচালিত। এখানে মেয়র আরিফুল হক চৌধুরীর থাকা না থাকা কোনো বিষয় নয়। কারণ, আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় বিএনপির সদস্য। তিনি মহানগর বিএনপির কোনো পদে নেই। তাই এই উদ্যোগে আরিফুল হক চৌধুরীকে নিয়ে মন্তব্যটি আব্দুল কাইয়ূম জালালী পংকীর একান্তই ব্যক্তিগত।’
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের প্রতিক্রিয়া জানতে চাইলে ‘নো কমেন্ট’ বলে এড়িয়ে যান তিনি। তিনি বলেন, এই সহায়তা কেন্দ্র উদ্বোধনের সময় আমি ঢাকায় ছিলাম। লকডাউনের কারণে এখনও সেখানে আছি। উদ্বোধনী অনুষ্ঠানে আমি অনলাইনে যুক্ত হয়েছিলাম। ফোনেই সব খবর নিচ্ছি, যতটুকু পারছি সহায়তা করছি। কিন্তু পংকী কি বিবৃতি দিয়েছেন তা আমি দেখিনি। না পড়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ মেয়র আরিফুল হক চৌধুরীকে দলীয় কর্মসূচিতে পাওয়া যায় কি না জানতে চাইলে তিনি বলেন, “নো কমেন্ট”।’
আরসি-০৪