নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৯, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আরও ৪০১ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার রাতে সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৬৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৩ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ নূরনবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে রবিবার ৪৭০টি নমুনা পরীক্ষায় ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩৭ জন, হবিগঞ্জের ৬৪ জন এবং মৌলভীবাজার জেলার ৬৬ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের ফোকাল পারসন প্রেমানন্দ দাস জানান, রবিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৩৪ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ হাজার ১৬২ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ৫৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ২২১ জন, হবিগঞ্জে ৫ হাজার ৪৪১ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৪৪৩ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩৩ হাজার ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৫৯২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৬০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৬৩ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ২৪৫ জন সুস্থ হয়েছেন। সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৩১ জন, সুনামগঞ্জে ৫৮ জন, হবিগঞ্জে ৩৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৩ জন মারা গেছেন।
রবিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬১ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন আছেন।
আরসি-০৩