‘বঙ্গমাতা ফজিলাতুননেছা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণার উৎস’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৯, ২০২১
০৫:৩৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
০৫:৩৫ পূর্বাহ্ন



‘বঙ্গমাতা ফজিলাতুননেছা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণার উৎস’
জন্মদিনে সিলেটে নানা কর্মসূচি পালিত

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সাফল্যে বঙ্গমাতা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জাতির পিতা রাজনৈতিক কারণে প্রায়ই কারাগারে বন্দি থাকতেন। এই দুঃসহ সময়ে তিনি একদিকে স্বামীর কারামুক্তিসহ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে গেছেন। স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতান্ত্রিক সব আন্দোলনের অগ্রগতিতে জাতির পিতার প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে সিলেটে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল রবিবার সিলেটে নানা অনুষ্ঠান আয়োজন করা হয় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে। আলোচনা সভার বাইরেও ছিল, শিরনি ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল, গরিব ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণসহ নানা আয়োজন।

সিলেট মহানগর আওয়ামী লীগ: বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের সব নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ এবং বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্তদের সুস্থতা কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ দোয়া মাহফিল ও শিরনি বিতরণে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. সানাওর, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ।

জেলা আওয়ামী লীগ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। রবিবার জন্মদিন উপলক্ষ্যে সিলেট জজ কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে জজ কোর্ট মসজিদ সংলগ্ন সুরমা মার্কেট পয়েন্টে অসহায়, দুঃস্থ ও এতিমসহ সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, উপদেষ্টা অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন) প্রমুখ।

সিলেট জেলা পরিষদ: বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মদিনে সিলেটে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।  

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় স্বাহত বক্তব্য দেন আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভাকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মু্িক্তযোদ্ধা আব্দুল খালিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, সদস্য সাজনা সুলতানা। অনুষ্ঠানের শুরুতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম।

স্বাস্থ্য পরিবারের খাদ্য বিতরণ: বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের উদ্যোগে রবিবার সিলেট সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছোটমণি নিবাসে শিশুদের মাঝে পুষ্টিকর খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, সিভিল সার্জন অফিস সিলেটের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রশাসনিক অফিসার ও বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহ্বায়ক এম গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়: বঙ্গমাতার জন্মদিনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিচালক মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাজলশাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহীদ আহমদ।

সিলেট জেলা যুবলীগ: বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে রবিবার বাদ আছর দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ পনেরো আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। এসময় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর যুবলীগ: বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর নগরের আম্বরখানা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, সুলতান মাহমুদ সাজু, রফিকুল ইসলাম, জুবের আহমদ, তোফায়েল আহমদ তারেক, আজাদুর রহমান চঞ্চল, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট আকবর, আবিদুর রহমান শিপলু, ইলিয়াস দিনার, আলী হোসেন, মাসুদ পীর, মঞ্জুর আহমদ, রঞ্জন দে, রুহুল আমিন, জাকির আহমদ, কামরানুল হক শিপু, আমিনুল ইসলাম সুহেল, রুপম আহমদ, সেবুল আহমদ সাগর, এমদাদ হোসেন ইমু প্রমুখ।

মহানগর শ্রমিক লীগ: সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গতকাল রবিবার বাদ আছর সিলেট জজকোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব ও ইমাম শেখ ইমদাদুল হকের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য দেন, মহানগর শ্রমিক লীগ সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, মাহবুবুল হক, নাজমুল ইসলাম মাসুম, আব্দুল জলিল লেবু, আবুল বাশার, আল মামুন টিপু, মো. মাসুম আহমদ, মীর আব্দুল করিম পাখি ও হরি লাল দাস, বীর মুুক্তিযোদ্ধা মো. আলী এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন ও পার্থ দে, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান রিজভী, মির্জা আব্দুল হামিদ অভি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান জিলু, সজিব মালাকার, ফরহাদ আহমদ জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল ফয়েজ ও রুবেল আহমদ, সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর প্রমুখ।

আরসি-০২