সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৯, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
শোক বার্তায় তিনি বলেন, ‘হাজী আব্দুস সালামের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে দলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হলো।’
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সাবেক যুবদল নেতা আব্দুস সালাম আজ রবিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন। তিনি কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।