ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৯, ২০২১
১২:২২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
১২:২২ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিদিন করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় গত দুইদিনে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুইদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
রবিবার (৮ আগস্ট) ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে জানা গেছে, গত ৩১ জুলাই করোনা পরীক্ষার জন্য ৬২ জনের নমুনা সিলেটে পাঠানো হলে তাদের মধ্যে ৩৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে পুরুষ রোগী ৩০ জন এবং নারী রোগী ৬ জন। এরপর গত সোমবার (২ আগস্ট) ৬৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৩৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৬ জন। সবমিলিয়ে দুইদিনের হিসাবমতে উপজেলায় ৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, আক্রান্তের সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে, তা একসময় সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়তে পারে। এজন্য সবাইকে টিকা নিতে হবে, সচেতন থাকতে হবে। সকলের প্রচেষ্টায় করোনা জয় করা সম্ভব।
এসএ/আরআর-১০