ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৯, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার সিবিএ'র সাবেক ক্রীড়া সম্পাদক ও আমবাগান ক্লাবের সভাপতি, সার কারখানার মাস্টার টেকনিশিয়ান আজাদ মিয়া আর নেই। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাত ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আজাদ মিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন।
মরহুম আজাদ মিয়ার জানাজার নামাজ রবিবার (৮ আগস্ট) বেলা সোয়া ২টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাযে তার আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
ফেঞ্চুগঞ্জ বার্তা পরিবারের শোক : আজাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার প্রকাশক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, পত্রিকার সম্পাদক এস এম মামুনুর রশীদ, নির্বাহী সম্পাদক মো. বদরুল আমীন, বার্তা সম্পাদক শহীদ আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক সায়েমুল আরেফিন ফোয়াদ ও আলোকচিত্রি বাবুল হোসেন। এছাড়া শোক জানিয়েছেন আমবাগান ক্লাবের সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম দোয়েল। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ/আরআর-০৯