জৈন্তাপুর প্রতিনিধি
আগস্ট ০৮, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২১
১১:৪৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরুদের জের ধরে মারা মারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল যুবকের।
এলাকাবাসী জানান, শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে নিজেদের মধ্যে কথা কটাকাটির একপর্যায় মারামারি ঘটনা ঘটে।
এঘটনায় আপন ফুফুর জামাই করিম মিয়ার আঘাতে মারাত্বক আহত হন উপজেলার উত্তরকালিঞ্জিবাড়ী গ্রামের ছাত্তার মিয়ার ছেলে শাহীন মিয়া (২৭)।
স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শনিবার দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। রবিবার (৮ আগস্ট) বাদ আছর বাইরাখেল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পাঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে।
শাহীনের পিতা ছাত্তার মিয়া বলেন, ‘আমি বাদি হয়ে বোনের জামাইয়ের বিরুদ্ধে ছেলে হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, ‘মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আমার নিকট কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আর কে/বি এন-১১