জৈন্তাপুরে গণটিকা নিলেন সাড়ে তিন হাজারের বেশি

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন



জৈন্তাপুরে গণটিকা নিলেন সাড়ে তিন হাজারের বেশি

সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে ৬টি ইউনিয়নে টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে।।

শনিবার (৭ আগস্ট) দিনের শুরুতেই প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে জনতার ঢল নামে উপজেলার ১৭টি কেন্দ্রে কোভিড -১৯ করোনা টিকা দেওয়া হয় ৩হাজার ৭শত ১৪জনকে।

 শনিবার বিভিন্ন টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা নিতে প্রচুর মানুষের লাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৬টি ইউনিয়নে নির্ধারিত সময়ে কেন্দ্রে গুলোতে টিকাদান কর্মসূচি শুরু হয়।

রবিবার (৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২১৬ জন টিকা গ্রহণ করেছে। গণটিকা নিতে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবগুলো কেন্দ্রে ছিল উৎস মুখর পরিবেশে ও উপচে পড়া ভীড়। কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই চলছে গণটিকাদান কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, উপজেলার প্রতি ইউনিয়নের ১টি করে টিকাদান কেন্দ্র ৩টি বুথ করা হয়। প্রতিটি বুথ ছয়শত লোককে টিকা প্রদান করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. এনামুল হক বলেন, নিবন্ধনের জন্য বয়সসীমা ২৫ বছর নামিয়ে আনার পাশাপাশি সকল নারী পুরুষ টিকা নিচ্ছে। গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ বাড়ায় মানুষ সচেতন হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সবাইকে টিকা নিতে হবে। 

উপজেলার টিকা কেন্দ্রে টিকাদান পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান গণ কেন্দ্রগুলো পরিদর্শন করে।

আর কে/বি এন-১০