কোম্পানীঞ্জে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৮:৪২ অপরাহ্ন



কোম্পানীঞ্জে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মদিন পালিত হয়েছে।

বঙ্গমাতার জন্মদিন উদ্যাপন উপলক্ষে রবিবার (৮ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও শিবলী সাদিকা তিন্নির সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের মুসা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা মৎস অফিসার আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা সমবায় অফিসার আজিজুল হক ও কাঁঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি কামাল হোসেন প্রমূখ।

এম কে/বি এন-০৯