সিলেটে শুরু হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৮, ২০২১
০৪:৫৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন



সিলেটে শুরু হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ
সিলেটে এসেছে ৩ লাখ ৩৮ হাজার ৬০০ ডোজ টিকা

সিলেট বিভাগে নতুন করে ৩ লাখ ৩৮ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। গত শুক্রবার বিভাগের চার জেলায় এসব টিকা এসে পৌঁছে। এর মধ্যে ৭৬ হাজার ডোজ অ্যাস্ট্রেজেনেকা, ৯৪ হাজার ডোজ মডার্নার এবং ১ লাখ ৬৮ হাজার ৬০০ ডোজ সিনোফার্মের টিকা রয়েছে। যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। 

সিলেট বিভাগের চার জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলায় গত শুক্রবার ১ লাখ ৫০ হাজার ডোজ টিকা এসেছে। এর অ্যাস্ট্রাজেনেকার ২৮ হাজার ডোজ, মডার্নার ৯৪ হাজার ডোজ এবং সিনোফার্মের ২৮ হাজার ডোজ টিকা। সুনামগঞ্জে এসেছে ৬৭ হাজার টিকা। যার মধ্যে ২০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং সিনোফার্মের ৪৭ হাজার ডোজ টিকা। হবিগঞ্জে এসেছে ৬০ হাজার ৮০০ ডোজ টিকা। এদের মধ্যে ১৬ হাজার ডোজ টিকা অ্যাস্ট্রাজেনেকার এবং ৪৪ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের। এদিন মৌলভীবাজার জেলায় ৬০ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ১২ হাজার ডোজ এবং ৪৮ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের টিকা। শুক্রবার বিশেষ ফ্রীজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছায়। টিকাগুলো জেলার ইপিআই কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।  

জানা গেছে, শুক্রবার আসা অ্যাস্ট্রাজেনেকার টিকাগুলো শুধুমাত্র দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের দেওয়া হবে। ৮ আগস্ট থেকে এই টিকাদান শুরু হবে। এছাড়া মডার্নার টিকা দেওয়া হবে শুধু সিটি করপোরেশন এলাকায় এবং চারজেলার উপজেলাগুলোতে দেওয়া হবে সিনোফার্মের টিকা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ৭ লাখ ৪৮ হাজার ৭৯৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৩০৮ জন। এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১২ হাজার ৭৬৫ জন। অর্থাৎ প্রথম ডোজ টিকা নেওয়া ৮৫ হাজার ৫৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার ৭৬ হাজার ডোজ টিকা দেওয়া হবে। 

এছাড়া বিভাগে এখন পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ২ হাজার ১৯২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ৭৮৫ জন। আর সিলেট সিটি করপোরেশনে এখন পর্যন্ত মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩২ হাজার ৭৪৮ জন। 

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘শুক্রবার দুপুরে জেলায় অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও সিনোফার্মের দেড় লাখ টিকা আসে। মডার্না ও সিনোফার্মের টিকাদান যেভাবে চলছে সেভাবেই চলবে। এসব টিকা দিয়ে শনিবার থেকে গণটিকা কার্যক্রম চলবে। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্রুত সময়ে শুরু হবে। তবে এখনও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রয়োগের তারিখ নির্ধারণ করা হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘ যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি তাদের এই টিকা দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এক্ষেত্রে তাদের ম্যাসেজের প্রয়োজন হবে না। পূর্বের টিকাকার্ড নিয়ে এলেই তারা টিকা পাবেন।’ 

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, শুক্রবার দুপুরে জেলায় অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের ৬০ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা শুধুমাত্র যারা প্রথম ডোজ পেয়ে দ্বিতীয় ডোজ পাননি তাদের দেওয়া হবে। 

তিনি আরও জানান, আজ রবিবার এবং আগামীকাল মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হবে। 

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা মো. শামস উদ্দিন সিলেট মিররকে বলেন, ‘জেলায় শুক্রবার ৬৭ হাজার ডোজ টিকা এসেছে। ইতোমধ্যে সিনোফার্মের ও অ্যাস্ট্রাজেনেকার টিকা উপজেলাগুলোতে পাঠানো হয়েছে। আজ (রবিবার) থেকে জেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।’ 

এ বছরের ৭ ফেব্রুয়ারি সিলেটে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই গণটিকা কার্যক্রম চলে। আর ৮ এপ্রিল থেকে এই টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। তবে টিকা সঙ্কটের কারণে গত জুনে বন্ধ হয়ে যায় টিকাদান কার্যক্রম। পরে ১৯ জুন থেকে আবারও সীমিত পরিসরে টিকাদান শুরু হয়। এ সময় মেডিকেল, নার্সিং শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। আর ১৩ জুলাই থেকে আবারও শুরু হয় টিকা কার্যক্রম। বর্তমানে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হচ্ছে মডার্নার টিকা এবং জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। 

এনএইচ/আরসি-০১