ফেঞ্চুগঞ্জে টিকা নিলেন ৩ হাজার মানুষ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে টিকা নিলেন ৩ হাজার মানুষ

সারা দেশের ন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে গণটিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা. মিঠুন দেবনাথ ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরোদ্দোজা।

ফেঞ্চুগঞ্জ উপজেলায় শনিবার ৫টি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের ৩ হাজার মানুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। টিকা নিয়েছেন ১ হাজার ৬৪৮ জন পুরুষ ও ১ হাজার ৩৫২ জন নারী।

ফেঞ্চুগঞ্জ হাসপাতালের টেকনোলজিস্ট (ইপিআই) নীহার রঞ্জন পাল বলেন, আমাদের টিকাদান কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতেও সুন্দরভাবে টিকাদান সম্পন্ন হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসনিার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে গত ১ বছরের বেশি সময় থেকে করোনার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। সকলে যাতে সুস্থ থাকেন, সেজন্য গণটিকা কার্যক্রম চালু হয়েছে।

তিনি সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান এবং অন্যদের টিকা গ্রহণে উৎসাহিত করতে বলেন।


এসএ/আরআর-১৩