বিয়ানীবাজারে গণটিকার কার্যক্রম শুরু

বিয়ানীবাজার প্রতিনিধি


আগস্ট ০৭, ২০২১
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৮:৫২ অপরাহ্ন



বিয়ানীবাজারে গণটিকার কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে গণটিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন মাথিউরা ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আল খান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন।

বিয়ানীবাজার উপজেলায় দুইদিন ব্যাপী গণটিকা প্রদান করা হবে। শনিবার উপজেলার ৬ ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৩ হাজার ৬শত জনকে এবং রবিবার পৌরসভাসহ অবশিষ্ট চার ইউনিয়নের ১৫ ওয়ার্ডের ৩ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে।

গণটিকা কার্যক্রম শুরু করা একটি যুগান্তকারি পদক্ষেপ উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসনিার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর বলিষ্ট নেতৃত্বে গত এক বছরের বেশি সময় থেকে করোনার মধ্যেও দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও পুরোপুরি একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরী করতে গণটিকা কার্যক্রম। তিনি সবাইকে টিকা গ্রহণের আহবান জানিয়ে বলেন, করোনায় কিছু কিছু কুসন্তানের আবির্ভাব ঘটাচ্ছে। করোনা আক্রান্ত মৃত মায়ের দাফন, গোসলে যদি সন্তানরা না থাকে তাহেল এমন সন্তানের কোন প্রয়োজন নেই। তিনি বৃদ্ধ মা বাবার প্রতি সুসন্তানের মতো আচরণের আহবান জানান।

‘দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। কোন ধরনের ভয় ভীতি না পেয়ে টিকা নিয়ে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এ অতিমারির কবল থেকে মুক্ত করতে হবে, বলেন পৌর মেয়র আব্দুস শুকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ওয়ার্ডের সকল মানুষকে টিকা আওতায় নিয়ে আসা হবে। সরকার একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে টিকা কার্যক্রম শুরু করেছে। ‘স্বাস্থবিধি মেনে টিকা গ্রহণ করার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, স্বাস্থবিধি অমান্য করে টিকা নিতে এসে যদি করোনা আক্রান্ত হয়ে যান সেটা হবে সবার জন্য দুর্ভাগ্যজনক। এই মহামারির সময়ে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক দুরত্ব মেনে চলা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করার। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, দেশের সার্বিক কল্যাণে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। আজ এক দিনের সারা দেশের যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে সেটি বিশ্বের উন্নত রাষ্ট্রের জন্যও উদাহরণ।

গণটিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. তছির আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, ইউপি সদস্য আলতাফ হোসেন ও আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন প্রমুখ।

শনিবার মাথিউরা ইউনিয়ন পরিষদ থেকে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর উপজেলার আলীনগর, চারখাই, কুড়ারবাজার, তিলপাড়া ও মুড়িয়ায় গণটিকা প্রদান শুরু হয়। ৬ ইউনিয়নের ১৮ ওয়ার্ডের প্রতিটিতে ২শ’ জনকে এ টিকা প্রদান করা হবে। রোববার বিয়ানীবাজার পৌরসভা, দুবাগ, শেওলা, মোল্লাপুর ও লাউতা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের গণটিকা প্রদান করা হবে।

এস এ/ বি এন-9