নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২১
০৫:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৬:২৪ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় কম। তবে এদিন নমুনা পরীক্ষাও হয়েছে কম। এছাড়া শেষ ২৪ ঘন্টায় বিভাগে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের।
আজ শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৫৫টি। এর আগে গতকাল শুক্রবার পরীক্ষা হয়েছিল ১ হাজার ৯৬৭টি। গত বৃহস্পতিবার পরীক্ষা হয়েছিল ১ হাজার ৮৫৩টি আর বুধবার পরীক্ষা হয়েছিল ১ হাজার ৯১০ টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৬২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৫টি নমুনা করা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় বিভাগে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ । এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৩১.৭১ শতাংশ, সুনামগঞ্জে ২৪.৫০ শতাংশ, হবিগঞ্জে ৪৫ শতাংশ এবং মৌলভীবাজারে ৩০.৯১ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৩৫২ জনের মধ্যে ১৮২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩৭ জন, হবিগঞ্জ জেলার ৯৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৪ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১৫০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৩৯৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ২৫৫ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ৫৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৩৫০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫০৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৩৬ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৯৬ জন সুস্থ হয়েছেন।
এনএইচ/আরসি-১১