ফেঞ্চুগঞ্জে প্রস্তুত ১৫টি বুথ, টিকা পাবেন ৩ হাজার মানুষ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৭, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে প্রস্তুত ১৫টি বুথ, টিকা পাবেন ৩ হাজার মানুষ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শনিবার (৭ আগস্ট) সর্বনিম্ন ২৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হবে। এদিন অগ্রাধিকারের ভিত্তিতে ওয়ার্ড পর্যায়ে তালিকাভুক্তদের টিকা দেওয়া হবে। এছাড়া স্পট রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে। উপজেলায় ৫টি ইউনিয়নে টিকা প্রদানের জন্য ১৫টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব বুথে একদিনে ৩ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে উপজেলায় টিকাদানের জন্য ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কাসিম আলী সরকারী মডেল উচ্চবিদ্যালয়, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের জন্য ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কুশিয়ারা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের হাজী করম উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে বুথ প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একেকটি বুথে ২০০ জন করে ১৫টি বুথে ৩ হাজার জনকে টিকা প্রদান করা হবে। টিকা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দ্বারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হবে এসব বুথে।

২৫ বছরের উর্ধ্বে যে কোনো নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র আনলেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান নীহার রঞ্জন পাল।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, আগামীকাল (শনিবার) থেকে পরীক্ষামূলকভাবে টিকা প্রদান শুরু হবে। এখানে অগ্রাধিকার পাবেন বয়স্ক ও প্রতিবন্ধীরা। তাদের আমরা বিশেষ ব্যবস্থায় টিকা প্রদান করব। যারা রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদেরকে রেজিস্ট্রেশন করে টিকা দিতে সহায়তা করা হবে। যদি কারও রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো, আর না থাকলে স্পটে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার সুযোগ থাকবে।


এসএ/আরআর-১৬