সিলেটে মাদকসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৭, ২০২১
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
১২:৪২ পূর্বাহ্ন



সিলেটে মাদকসহ চারজন গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জ সদরে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। শুক্রবার (৬ আগস্ট) রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, সিলেট সদর কোম্পানীর একটি দল কোম্পানীগঞ্জের রনীখাই ইউনিয়নের হায়দরী বাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মো. মবিন (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

মবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানাননো হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদরের দক্ষিণ আরফিন নগরের হাসিনা মঞ্জিলে অভিযান চালায় সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় ১৫২ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা ও নগর ২ লাখ ১১, হাজার টাকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরিফন নগরের ফয়সল (২৯), জামতলার তাহির আহমেদ রাফি (২০) ও দোয়ারাবাজারের আমবাড়ী গ্রামের আব্দুল কাশেম (১৯)।

তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিএ-০৮