‘বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল’

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৬, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন



‘বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল’
জন্মবার্ষিকী পালিত

‘শেখ কামাল ছিলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ প্রতিভাবান যুবক। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ক্রীড়া, সংস্কৃতি সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। ক্রিকেট খেলতেন, সেতার বাজাতেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের মননে সবসময় ছিল বাংলা ও বাঙালি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সিলেটে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। 

মহানগর আওয়ামী লীগ: সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছদরুল আলম চৌধুরী। 

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ পরিবারের সব নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দীর্ঘায়ু ও সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ বক্স ও আজিজুল হক দুলালসহ করোনায় আক্রান্ত সবার সুস্থতা কামনা করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীব দেব, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ। 

আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজমুল আলম রুমেন, কৃষক লীগ আব্দুর রকিব বাবলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলী হোসেন আলম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ জুনেদ আহমদ শওকত, মাহবুবুর রহমান মবু, মুফতি আব্দুল খাবির, মানিক মিয়া, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, ছোঁয়েফ খান প্রমুখ। 

জেলা আওয়ামী লীগ: শোকাবহ আগস্ট মাস বিবেচনায় শহীদ শেখ কামালের জন্মদিন পালনে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে দরগাহ প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান,  যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিৎ সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, অ্যাডভোকেট আফসর আহমদ চেয়ারম্যান, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ প্রমুখ। 

জেলা যুবলীগ: বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে গতকাল সকাল ১০টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাদ আছর সিলেট কোর্ট মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। 

মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। এ সময় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মহানগর শ্রমিকলীগ: সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার বাদ আছর সিলেট জজ কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়াপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মহানগর শ্রমিকলীগ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিম বক্তব্য দেন। জর্জ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শেখ মো. ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। 

মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, তাজ খান আলম, আবুল বাশার, মাহবুবুল হক, মাছুম আহমদ, নাজমুল ইসলাম মাছুম, এনামুল হক লিলু, আব্দুল জলিল লেবু, রাসেল উজ্জামান, আব্দুল করিম পাখি, হরিলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হামিদ অভি, আব্দুর রহমান, ফয়সল আহমদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন জীবন, সজিব মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, কার্যকরি সদস্য মিজানুর রহমান, মো. হারুন আহমদ, ছাত্রলীগ নেতা ইবাদ খান দিনার, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জানে আলম, মতিন আহমদ, গোলাম কিবরিয়া, সদস্য সচিব আশিকুর রহমান, মতিউর রহমান বাবলু, টিপু চৌধুরী, বশির আহমদ, মো. শাহজাহান সাজু, মো. শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা বখতিয়ার আহমদ যুহুরী, মাসুদুর রহমান প্রমুখ। 

জেলা ক্রীড়া সংস্থা:  শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ভার্চুয়ালি ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মেমোরিয়াল দাবা টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হয়। 

এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে স্থাপনকৃত অস্থায়ী প্রতিকৃতিতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মো. ফজলুল কবীর, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলার ডিডিএলজি মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. রাজ্জাক হোসেন, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শিরু, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. সিরাজ উদ্দিন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বিসিবির সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম. মাহমুদ ইমন প্রমুখ। 

আরসি-০৪