গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৬, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীরমুক্তিযুদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে শহীদ ক্যাপটেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কার্যক্রম শুরু হয়। এছাড়াও বাদ যোহর উপজেলা জামে মসজিদে রুহের মাগফেরাত কামনা করে কোরআনে খতম ও দোয়া করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল ৩টায় শহীদ শেখ কামালকে নিয়ে ভার্চুয়ালী স্মৃতিচারণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান জামান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।
বিএ-১০