ফেঞ্চুগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়াল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৫, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়াল

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। করোনাকালের শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় ৯ সহস্রাধিক নমুনা পরীক্ষায় পাঁচ শতাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (৪ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের ৯ জুন থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়। তখন থেকে এ বছরের ২৮ জুলাই পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৯ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা করে পাঁচ শতাধিক ব্যক্তির শরীরে করোনা পাওয়া গেছে। হাসপাতালের হিসাবমতে, ফেঞ্চুগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এর মধ্যে পুরুষ ৪০৮ জন এবং নারী ১৪২ জন। উপজেলায় করোনায় মারা গেছেন ১০ জন। 

স্থানীয়রা বলছেন, এ উপজেলায় আক্রান্ত, সুস্থ ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। যার সঠিক হিসাব কারও কাছে নেই। উপসর্গ নিয়ে চিকিৎসা করিয়েছেন এমন পরিবারের লোকজনও তা প্রকাশ করতে রাজি নন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, আরও বেশি করে নমুনা পরীক্ষা করতে হবে। এগুলো যথেষ্ট নয়। মানুষের আরও সচেতন হওয়া উচিৎ এবং আরও বেশি করে নমুনা পরীক্ষা করা প্রয়োজন।


এসএ/আরআর-০৬