সিকৃবির দুই শিক্ষার্থীকে রেজিস্ট্রার শোয়েবের অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন



সিকৃবির দুই শিক্ষার্থীকে রেজিস্ট্রার শোয়েবের অভিনন্দন

জিএনওবিবি জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

শিক্ষার্থীদের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয় করার লক্ষ্যে দেশে প্রথমবারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি। 

সিকৃবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ওয়াসিমা চৌধুরী এবং অনিন্দিতা এস প্রমি প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন বদরুল ইসলাম শোয়েব।

উল্লেখ্য, জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়টেকনোলজিস্টস কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল।

আরসি-০২