ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ০২, ২০২১
১০:০৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
১১:১৯ অপরাহ্ন



ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানহার মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নানহার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। 

গতকাল রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার দাসপাড়া রোডস্থ গৌছ মিয়ার রিকশার গ্যারেজে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, প্রতিদিনের মতো নানহার মিয়া রিকশা চালিয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে গ্যারেজে রিকশা রেখে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় রিকশার ও গ্যারেজের মালিক গৌছ মিয়া নানহারকে উদ্ধার করে তাজপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে আজ সোমবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সোমবার বিকেল সাড়ে ৫টায় জানাজার নামাজ শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আনোয়ার মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।


ইউডি/আরআর-০২