নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০২, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। তবে লকডাউনের মধ্যে সিলেটে অনেকে বের হচ্ছেন ঘর থেকে। সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। এদিকে লকডাউন অমান্য করায় আজ রবিবার (১ আগষ্ট) নগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ আগের দিনের তুলনায় আরও বেড়েছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় দোকানপাটও খোলা ছিল। সড়কে মানুষের উপস্থিতিও ছিল অন্যান্য দিনে চেয়ে বেশি। তবে নগরজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থান।
রবিবার লকডাউনের দশম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৭টি সিএনজিচালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেল ও ৭৪টি অন্যান্য যানবাহনসহ মোট ৯১টি যানবাহনে যানবাহন আটক ও ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, সরকার ঘোষিত লকডাউন-এর কঠোর বিধি নিষেধ পালন নিশ্চিত করতে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সঙ্গে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে দিনরাত কাজ করছে। নগরে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা ও ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় দিনরাত ৯৭টি টহল টিম দায়িত্ব পালন করছে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পুলিশের ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে প্রায় ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫ টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
আরসি-১২