নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০১, ২০২১
০৫:১৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
০৫:১৩ পূর্বাহ্ন
ঈদের আগে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল ছিল সারাদেশে। জীবন-জীবিকা এবং অর্থনীতির কথা ভেবে বিধিনিষেধ শিথিল করা হলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে মারাত্মকভাবে। এর খেসারত দিতে হচ্ছে এখন। সারাদেশের মতো সিলেটেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। ঈদের পর গত ৯দিনে সিলেট বিভাগে শনাক্তের হার বেড়েছে প্রায় ৮৬ শতাংশ। এ সময় বিভাগে মারা গেছেন ৯০ জন আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর সিলেটে প্রথম করোনা শনাক্ত হয় একই বছর ৫ এপ্রিল। সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় ১৫ এপ্রিল তিনি মারাও যান। এরপর থেকে সিলেটে করোনা শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকে।
গত বছরের ১০ জুন বিভাগে একদিনে সর্বোচ্চ ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর সংক্রমণ কমতে থাকে। একইভাবে গত বছর ২৫ এপ্রিল বিভাগে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর আর কোনোদিন মৃত্যুর সংখ্যা ৮ পেরোয়নি।
তবে চলতি জুলাই মাসের শুরুতেই সংক্রমণ ও মৃত্যু দুটোই আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে। গত ৭ জুলাই সব রেকর্ড ভেঙে বিভাগে একদিনে ৯ জনের মৃত্যু ঘটে। এরপর ১৪ জুলাই এবং ১৬ জুলাই ৯ জন করে মারা যান। গত ১৮ জুলাই মারা গেছেন ১২ জন। যার মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা।
সবশেষ ২৬ জুলাই ২৪ ঘণ্টায় বিভাগে মারা যান ১৪ জন। এদের মধ্যে ১০ জনই সিলেট জেলার। ২৮ জুলাই মারা যান ১৭ জন, এরমধ্যে সিলেট জেলার ১৪ জন, ২৯ জুলাই ১২ জন এরমধ্যে সিলেটের ১০ জন এবং সবশেষ গতকাল শুক্রবার মারা গেছেন ১৭ জন, এদের মধ্যে ১৪ জনই সিলেট জেলার।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় প্রেরিত করোনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের পর থেকে সংক্রমণ ও মৃত্যুর হার আরও বেড়েছে। গত ২২ জুলাই ঈদের পরদিন সিলেট বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৪৪ শতাংশ। আর ৯ দিন পর গতকাল শুক্রবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৭৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এই ৯দিনের ব্যবধানে সিলেট বিভাগে শনাক্তের হার বেড়েছে ৮৫ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২২ জুলাই নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৪৪ শতাংশ, ২৩ জুলাই ৪১ দশমিক ০৭ শতাংশ, ২৪ জুলাই ৩৪ দশমিক ৭৯ শতাংশ, ২৫ জুলাই ৩৫ দশমিক ৯৮ শতাংশ, ২৬ জুলাই ৪২ শতাংশ, ২৭ জুলাই ৩৯ দশমিক ৫৩ শতাংশ, ২৮ জুলাই ৩৯ দশমিক ৩৬ শতাংশ, ২৯ জুলাই ৪০ দশমিক ৪৯ শতাংশ এবং গতকাল ৩০ জুলাই ছিল ৪৩ দশমিক ৭৫ শতাংশ। এই হিসেবে গত ৯ দিনে বিভাগে প্রতিদিন গড় শনাক্তের হার ৩৮ দশমিক ০৪ শতাংশ। অথচ গতকাল দেশে শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশ। আর এ পর্যন্ত দেশে শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।
প্রসঙ্গত ঈদের পর গত ৯ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৯০ জন। আক্রান্ত হয়েছেন চার হাজার ৮১১ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ জন করে মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন পাঁচশর বেশি মানুষ।
গতকাল শুক্রবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন আরও ৮০২ জন। যা একদিনে সিলেটে সর্বোচ্চ শনাক্ত। এসময় ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গত বুধবারও সিলেটে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছিল। যা সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এদিকে বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ এবং মৃত্যু সবচেয়ে বেশি। গত ৯ দিনে বিভাগে যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি শুধু সিলেট জেলার। একইভাবে মারা যাওয়া ৯০ জনের মধ্যে ৭৩ জনই সিলেট জেলার বাসিন্দা।
এএন/আরসি-০৩