সিলেটে একরাতে ৭৩৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন



সিলেটে একরাতে ৭৩৭ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে সিলেটের তিনটি ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৩৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ২৮৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১০০ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে শনিবার ৯৩৭টি নমুনা পরীক্ষায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৫ জন, সিলেট জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ২৮০ জন এবং মৌলভীবাজার জেলার ৯৪ জন রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের ফোকাল পারসন প্রেমানন্দ দাস জানান, শনিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০০ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৭৭ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন।

এদিকে শনিবার সিলেট বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে ৭৮টি নমুনা পরীক্ষায় সিলেট জেলার আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জেলার আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে শনিবার সকাল ৮ টা পর্যন্ত আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট জেলার ৮ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে ৬৯৩ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৫৪ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬০ জন রয়েছেন।

এছাড়া নতুন ৩৪০ শনাক্ত হয়েছেন শনিবার সকাল পর্যন্ত। তাদের মধ্যে ২০৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৪৪ এবং ৫৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন। সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪ হাজার ৯৩৭ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬২২ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪৮১ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৪২৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে এদিন ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৩৫.৬৮ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৩৩.৮২ শতাংশ, সুনামগঞ্জে ৩০.১৯ শতাংশ, হবিগঞ্জে ৩৯.৬৪  শতাংশ এবং মৌলভীবাজারের ৪৬.৬১ শতাংশ।

সূত্রে আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জ ৫, হবিগঞ্জে ১ এবং মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ভর্তিদের নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪০৭ জন রোগী রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৫ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেটে ২১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জ জেলার ৭ জন এবং ৭৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত ৩০ হাজার ৫৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৯৫৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩১৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৬৪ জন।

আরসি-০২