নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২১
১০:১২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
১২:০২ পূর্বাহ্ন
যুক্তরাজ্য প্রবাসী এক নারীর সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের দুই কর্মকর্তার একজনকে সাময়িক বহিষ্কার এবং আরেকজনকে প্রত্যাহার করা হয়েছে। বিমান বাংলাদেশে এয়ারলাইনসের গঠিত একটি তদন্ত কমিটি এই দুই কর্মকর্তাকে অব্যাহতি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
যদিও বিষয়টি জানার জন্য প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানেজার চৌধুরী মো. ওমর হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, 'এ ঘটনায় ঢাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রাথমিক ভাবে দুইজনকে সাসপেন্ড করেছন। তদন্ত কমিটি বর্তমানে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। তারা সিলেটেও আসবেন।'
পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানের জনসংযোগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এই ঘটনায় জড়িত দুজনের একজনকে সাময়িক বহিষ্কার ও অপরজনকে প্রত্যাহার করা হয়েছে।
তবে কোন দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা জানাননি বিমানের কোনো কর্মকর্তা।
তিনি আরও বলেন, 'আমরা গতকাল শুক্রবার ওই নারীর বাসায় গিয়ে তাকে সহমর্মিতা জানিয়ে এসেছি। এছাড়া আগামী ফ্লাইটে তিনি যাতে সুন্দরভাবে যেতে পারেন তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব বলে তাকে আশ্বস্ত করেছি।'
এনএইচ/আরসি-১০