ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
১০:০০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
১০:০০ অপরাহ্ন
পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সিলেটের ওসমানীনগরের মির্জাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আরশ আলী (৫৫)। তিন মাসের ব্যবধানে একাধিকবার তিনি একই পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
জানা গেহে, দীর্ঘ ১০ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরশ আলী। তিন মাসের ব্যবধানে হত্যার উদ্দেশে একই পরিবার কর্তৃক দুইবার আরশ আলীর ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়কের মির্জাপুর গ্রামের রাস্তার মুখে আরশ আলীর মালিকানায় নির্মাণাধীন ভবনে ১৫/১৬ জনের একটি দল হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন একই গ্রামের (মির্জাপুর) মুজাম্মিল আলীর ছেলে মোহন মিয়া (২৮)। এতে আরশ আলীর হাত, দুই উরু, বাহু ও নিতম্বে মারাত্মক জখম হয়। চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনার পর গত ২২ জুলাই আহতের ছেলে সাইদুল ইসলাম (২২) বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওইদিনই অভিযোগটি মামলা (মামলা নং-১৬) হিসেবে নথিভুক্ত করে।
গ্রামের বাসিন্দা মনোহর আলী (৫৫) জানান, আরশ আলী মির্জাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী এবং প্রতিপক্ষ আবু জাফর মুজেফর আলী ওই মসজিদ কমিটির ক্যাশিয়ার। আরশ আলীসহ গ্রামের মুসল্লিরা দীর্ঘদিন ধরে মসজিদের টাকার হিসাব চাইলে গত ১৮ এপ্রিল (৫ রমজান) আরশ আলীকে মুজেফর গংরা মারধর করে। গত ১৯ জুলাই তারা আবার দলবল নিয়ে আরশ আলীর নির্মাণাধীন ভবনের ভেতরে এসে হামলা করে।
মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, আমার বাবা মসজিদের মোতাওয়াল্লী থাকায় ক্যাশিয়ার মুজেফর আলীর নিকট মসজিদের টাকার হিসাব চান। এই নিয়ে মুজেফর গংরা গত ১৮ এপ্রিল মসজিদের ভেতরে আমার বাবার ওপর অতর্কিত হামলা করে। আমরা নতুন একটি ভবন তৈরি করছি। এ ভবন তৈরি করতে হলে তারা আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। গত ২৭ এপ্রিল আমরা বিষয়টি ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ করেছি। এরপর গত ১৯ জুলাই বিকেলে আবার মোহন গংরা আমার বাবার ওপর হামলা করে। আমার বাবার অবস্থা আশঙ্কাজনক। আমরা বাবাকে নিয়ে শঙ্কায় রয়েছি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ইউডি/আরআর-০২