কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২০
১০:০২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
১০:৪৯ অপরাহ্ন
‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’- এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ই-সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওয়াহিদ মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ ইমরান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, সাংবাদিক আবিদুর রহমান, তরিকুল ইসলাম, আব্দুল জলিল, সোহরাব আহমদ, কবির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে আমাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বৈদেশিক কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়ে দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশের নাগরিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সিলেটে প্রবাসে কর্মসংস্থানে যাওয়ার আগ্রহীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে যে কেউ তিনদিন থেকে শুরু করে ৬ মাসের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট অর্জন করে কর্মের জন্য বিদেশে গমন করলে ন্যায্য মজুরি পাবেন। নিজে ভালো থাকবেন এবং পরিবারকেও ভালো রাখবেন।
একে/বিএন-০৬/আরআর-০৪