ওসমানীনগরে একমাসে নিখোঁজ ৭ জনকে উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে একমাসে নিখোঁজ ৭ জনকে উদ্ধার

সিলেটের ওসমানীনগরে গতমাসে নারী, শিশুসহ নিখোঁজ হওয়া সাতজনকে উদ্ধার করেছে পুলিশ। আগস্ট মাসে পৃথকভাবে নিখোঁজের কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে দু'টি ঘটনায় প্রথমে জিডি হলেও পরবর্তী সময়ে অপহরণ মামলা করা হয়। এই জিডি ও মামলার পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়

উদ্বারকৃতরা হলেন- সুনামগঞ্জের ইনাতনগরের আরশ আলীর ছেলে মেহেদী হাসান (১৩), একই এলাকার আফতাব উদ্দিনের ছেলে ছমির আলী (১২), ওসমানীনগরের সুরতপুর গ্রামের আবদুন নূরের ছেলে হাফেজ জুনেদ আহমদ (৩৭), কলারাই গ্রামের আবদুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (৯), আহম্মদ নগরের মাসুক মিয়ার মেয়ে ফারহানা আক্তার মিমি (১৭), ফকিরপাড়ার আবদুল করিমের স্ত্রীর সুহেনা বেগম (৩১) এবং তালেরতল এলাকার পূর্ণেন্দু শেখর চক্রবর্তীর মেয়ে প্রিয়াঙ্কা চক্রবর্তী (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট জৈন্তাপুর এলাকা থেকে আশরাফুল ইসলামকে, ২৭ আগস্ট সিলেট শহর থেকে প্রিয়াঙ্কাকে, ২৪ আগস্ট মৌলভীবাজার শহর থেকে সুহেনা বেগমকে, ২২ আগস্ট চট্টগ্রাম থেকে ফারহানা আক্তার মিমিকে, ২৩ আগস্ট ওসমানীনগরের শেরপুর এলাকা থেকে জুনেদ আহমদকে এবং একই দিনে গোয়ালাবাজার এলাকা থেকে মেহেদী হাসান ও জুনেদ আহমদকে উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, আগস্ট মাসে নিখোঁজজনিত কারণে থানায় সাধারণ ডায়েরি এবং অপহরণ মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ সাতজনকেই উদ্ধার করেছে পুলিশ।

 

ইউডি/আরআর-০৮