জৈন্তাপুরে ভারতীয় মোটরসাইকেল আটক

জৈন্তাপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৭, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ভারতীয় মোটরসাইকেল আটক

সিলেটের জৈন্তাপুরে ১টি ভারতীয় টিভিএস এপাচার মোটরসাইকেল আটক করেছে বিজিবি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এটি আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টায় ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় টিভিএস এপাচার মোটরসাইকেল আটক করে শ্রীপুর ক্যাম্পে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, উপজেলার কাঁঠালবাড়ি, কেন্দ্রী ও কেন্দ্রী হাওর দিয়ে প্রতিদিন চোরাকারবারী সিন্ডিকেট চক্রের সদস্যরা ভারতীয় নাছির বিড়ি, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মাদকের বড় বড় চালান, টাটা গাড়ির পার্টস, টায়ার ও যন্ত্রাংশ, কসমেটিক্সসামগ্রীসহ ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসছে। ভারতীয় সামগ্রী দেশে প্রবেশ করানোর সময় ক্ষেতের ধানের ও অন্যান্য ফসল নষ্ট করা হচ্ছে। এসব প্রতিরোধে এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রতিবাদ সভা করেছেন। পরবর্তী সভায় তারা ফসল রক্ষায় চোরাচালান প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

তারা আরও জানান, লাইনম্যান নামের একটি চক্র বিজিবি ও পুলিশের নামে চোরাকারবারীদের নিকট হতে চাঁদা আদায় করে এই রুট ব্যবহার করে বানের পানির মতো চোরাই পণ্য নিয়ে আসা অব্যাহত রেখেছে। চোরাকারবারীরা দিনে-দুপুরে সকলের চোখের সামনে দিয়ে ভারতীয় মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনী টহল জোরদার করলে লাইনম্যান ও চোরাকারবারীরা এরকম সুযোগ পেত না।

বিজিবি'র শ্রীপুর ক্যাম্পের কর্মকর্তারা মোটরসাইকেল আটকের কথা স্বীকার করেছেন।

 

আরকে/আরআর-০৪