নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৬:৪২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৬:৪২ অপরাহ্ন
সিলেটে করোনা মহামারি শুরুর পাঁচ মাস পূর্ণ হচ্ছে আজ। ইতোমধ্যে বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ২শ ছুইছুই করছে। তবে বিভাগের অন্য তিন জেলায় করোনার সংক্রমণ কিছুটা কমে আসলেও সিলেট জেলায় সংক্রমণের হার তেমন কমেনি। তবে গত দুই মাস থেকে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে।
সিলেট বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ৫ এপ্রিল। শনাক্তের ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সিলেট বিভাগের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরের ৫৬তম দিনে গত ৩১ মে বিভাগে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ায়। এরপর থেকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকে। আক্রান্তের সংখ্যা দ্বিতীয় এক হাজারে পৌছাতে সময় লাগে মাত্র ১১ দিন। গত ১১ জুন বিভাগে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়ায়। কিন্তু তৃতীয় এক হাজারে পৌছাতে সময় লাগে ৯ দিন। গত ২০ জুন বিভাগে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়ায়। কিন্তু চতুর্থ এক হাজার আক্রান্ত হতে সময় লাগে আরো কম। মাত্র ৬ দিনে পরের এক হাজার শনাক্তের ঘটনা ঘটে। গত ২৬ জুন বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ায়। গত ৩ জুলাই বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। এক্ষেত্রে এক হাজার শনাক্ত হতে সময় লাগে ৭ দিন। সব মিলিয়ে করোনা সংক্রমণের পর প্রথম ৫ হাজার শনাক্ত হতে সময় লাগে ৮৯ দিন। বিভাগে পরের ৫ হাজার শনাক্ত হতে সময় লেগেছে মাত্র ৫০ দিন। আর সবশেষ এক হাজার শনাক্ত হয়েছে ১১ দিনে গত ২ সেপ্টেম্বর।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, করোনা সংক্রমণ শুরুর পর প্রথম মাসে বিভাগে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন আর মারা গেছেন ৪ জন। দ্বিতীয় মাসে আক্রান্ত ১১৫৫ জন, মৃত্যু ২৫ জন, তৃতীয় মাসে আক্রান্ত ৩৭৭৮ জন, মৃত্যু ৫৭ জন, চতুর্থ মাসে আক্রান্ত ৩০৯১ জন, মৃত্যু ৬৩ জন আর পঞ্চম মাসে আক্রান্ত ২৯৬৪ জন আর মরারা গেছেন ৪২ জন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৫৫ জন আর মারা গেছেন ১৯১ জন। আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯০৯ জন, সুনামগঞ্জে ২১০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৯৯ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫৪০ জন রয়েছেন। বিভাগের মোট আক্রান্তের ৫২.৯৭ শতাংশই সিলেট জেলার। একইভাবে করোনায় মৃত্যুর দিক দিয়েও সিলেট শীর্ষে রয়েছে। গতকাল পর্যন্ত জেলায় মারা গেছেন ১৩৯ জন। বিভাগের মোট মৃত্যুর ৭২.৭৭ শতাংশ মৃত্যুই ঘটছে সিলেট জেলায়। বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন মারা গেছেন।
সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার তেমন একটা না কমলেও সুস্থতার হার বাড়ছে। বিশেষ করে গত দুই মাসে সুস্থতা আশাব্যঞ্জক হারে সুস্থ হচ্ছেন করোনা আক্রান্তরা। করোনা সংক্রমণের তৃতীয় মাস অর্থাৎ গত ৫ জুলাই পর্যন্ত বিভাগে সুস্থতার হার ছিল ৩৩.২৯ শতাংশ। চতুর্থ মাসে এই হার ৪৫.১৫ শতাংশ অতিক্রম করে। আর পঞ্চম মাসে গতকাল বিভাগে সুস্থতার হার দাঁড়ায় ৭৩.৮০ শতাংশে। গতকাল সকাল পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৩৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৪৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৬৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন। গতকাল সকাল পর্যন্ত করোনা আক্রান্ত ১৩৭ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ১৫ জন চিকিৎসাধীন আছেন।
বিএ-০৮