বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৯:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৯:০৯ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের পর এবার উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট নগরের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, বুধবার করোনা উপসর্গ নিয়ে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পরীক্ষার জন্যে নমুুনা দেন। শনিবার রাতে তার প্রাপ্ত রিপোর্টে কোভিড-১৯ শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও তিনি জানান।
সূত্র জানায়, করোনা প্রার্দুভাবের পর থেকেই সরকারি সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটেন রামপাশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও গণসচেতনতায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
এমএএস/বিএ০৬