নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৭:২৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৭:২৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেটে ৪৫ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, শনিবার হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারের ৪ জন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।
শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য ও একাধিক সরকারি কর্মকর্তা রয়েছেন বলেও জানান তিনি।
এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েলজানান, শাবির ল্যাবে শনিবার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটে ২ জন, সুনামগঞ্জে১০ জন,হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১হাজার ২৪৪ জন। রাতে ৮৪ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সিলেট বিভাগে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৩২৮ জনে দাঁড়াল।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৩৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৬১১ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৫৬৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৯২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৮ হাজার ২৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৬৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৭১ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ১৩২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৮ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
বিএ-০১