সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন
করোনা মোকাবিলার পাশাপাশি দেশের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী। গতকাল শনিবার সকালে বালাগঞ্জের পুর্বগৌরীপুর ইউনিয়নের চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার করোনা মহামারী মোকাবিলার পাশাপাশি সার্বিক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। কারণ সরকারের মূল লক্ষ উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, দেশের যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাদিত হয়েছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের স্থান সংকোলনের অভাব দূর করতে বিভিন্ন বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছেলে, মেয়েদেরকে লেখাপড়ার প্রতি আরও যত্নবান হওয়া।
বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান, পুর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সৈয়দ শাহিন আহমদ, দুলাল আহমদ চৌধুরী, মুকিদ আহমদ চৌধুরী, মস্তাক আহমদ, পুতুল মিয়া, আজমল বেগ, আব্দুস সালাম, মাহবুব আলী, মুহিবুর রহমান, খলকু মিয়া, জমসেদ আলী, রুহুল আমিন, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, গিয়াস উদ্দিন, জায়েদ আহমদ, শাহরিয়ার হোসেন চৌধুরী, আতাউর রহমান, সাইস্থা মিয়া প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বেতরী খালে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।
আরসি-