বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৩:২৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৩:২৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক ও তাঁর ছেলে তাহমিদ হককে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যানের ভাতিজা মো. টিপু আলী বলেন, সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন চেয়ারম্যান ছয়ফুল হক।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, তাঁর স্ত্রী সামিয়া বেগম, ছেলে ফাহমিদ হক ও তাহমিদ হক করোনায় আক্রান্ত। তারা নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এর আগে গত বুধবার করোনার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্যে নমুনা দেন ওই পরিবারের সবাই। গত শুক্রবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে জানা যায় পরিবারের সবাই করোনা পজিটিভ।
এমএ/আরআর-২০