গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২০
০৩:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০৩:০৯ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ফকরুল ইসলাম ফকুর ছেলে সেলিম।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব রায় ও সালাহউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএম/আরআর-১৯