গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:৩০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:৩০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে আনসার নিয়োগ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জেলার ইউএনওদের সার্বিক নিরাপত্তায় সরকার নির্দেশিত আনসার মোতায়েনের আওতায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ৪ জন আনসার সদস্যকে মোতায়েন করেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের বাসভবনের সামনে মোতায়েনকৃত আনসারদের দায়িত্বপালন করতে দেখা গেছে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও'র উপর নারকীয় হামলার পর সরকারি তরফে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের ভবন নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে। এর আওতায় গোয়াইনঘাট উপজেলাতেও আনসার মোতায়েন করা হয়।
এমএম/আরআর-১৫