নারী উদ্যোক্তাদের ৬০ শতাংশ ফি কমানোর আশ্বাস বিসিক চেয়ারম্যানের

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন



নারী উদ্যোক্তাদের ৬০ শতাংশ ফি কমানোর আশ্বাস বিসিক চেয়ারম্যানের

সিলেটের নারী এসএমই উদ্যোক্তাদের বিসিকের রেজিস্ট্রেশন ফি প্রায় ৬০ শতাংশ কমানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোস্তাক হাসান।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। সিলেটের নারী এসএমই উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিসিক থেকে সর্বাত্মক সহায়তারও আশ্বাস দেন তিনি।  

গতকাল শনিবার সকালে সিলেট সার্কিট হাউজে বিসিকের চেয়ারম্যানের সঙ্গে সিলেটের নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে সিলেটের নারী এসএমই উদ্যোক্তাদের নিয়ে আলোচনা হয়।

বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে  বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। সিলেটের নারী উদ্যোক্তারাও যেন শিল্প খাতে এগিয়ে আসতে পারেন, সেজন্য বিসিক শিল্প নগরীতে নারীদের প্লট বরাদ্দ রয়েছে।’ এসএমই প্রণোদনা বিষয়ক জেলা কমিটিকে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক খলিলুর রহমান, সিলেট বিসিকের ডিডিএম বখতিয়ার উদ্দিন আহমেদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক লুবানা ইয়াসমিন, নাসরিন বেগম, সদস্য নাসিমা বেগম।    

আরসি/