ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:৩৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২০
১১:৩৮ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আল আমীন (২২)। তিনি উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোস্তফার সড়কের রেললাইনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। এ সময় তার দেহ ছিন্নভিন্ন অবস্থায় রেললাইনের আশেপাশে পড়ে থাকতে দেখা যায়। এটি হত্যা না কি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

খবর পেয়ে সিলেট জিআরপি থানার পুলিশ এসে আল আমীনের লাশ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু।

সিলেট রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর দিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএ/আরআর-০৩