নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৯, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২০
০৮:৪৯ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন এবং সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ২৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৩ জন রয়েছেন।
এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৯৬৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৩৬ জন, হবিগঞ্জে ৮৬২ জন ও মৌলভীবাজারের ৬০৮ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯৫ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪ জন, সুনামগঞ্জে আটজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় সাতজন রয়েছেন।
করোনা আক্রান্ত ২৪১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭৫ জন ও মৌলভীবাজারে ২৪ জন।
সিলেট বিভাগে ২ হাজার ৪৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬১৭ জন, সুনামগঞ্জের ৭৭৫ জন, হবিগঞ্জের ৩৩৭ জন ও মৌলভীবাজার জেলার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৬ জনকে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নতুন করে সিলেট বিভাগের আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের একজনের মৃত্যু হয়েছে।'
এএইচ/বিএ-১৩