করোনা আক্রান্ত হয়ে কানাইঘাটে আরও দু’জনের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত হয়ে কানাইঘাটে আরও দু’জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাইঘাট উপজেলার আরো দুই জনের মৃত্যু হয়েছে। 

জানা যায়, বুধবার (৮ জুলাই) ভোরে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামের মজির উদ্দিন (৬৬)। অপরদিকে সিলেট নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে গত সোমবার (৬ জুন) মারা যান ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ভদ্রচটি গ্রামের এবাদুর রহমান (৬০)। 

মজির উদ্দিন ও এবাদুর রহমানের করোনা পজেটিভ ছিলেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

এ নিয়ে কানাইঘাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। 

বিএ-০১