৩শ পরিবারে সবজি দিলো শাহ্ সৈয়দ তাজ উদ্দীন ট্রাস্ট

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন



৩শ পরিবারে সবজি দিলো শাহ্ সৈয়দ তাজ উদ্দীন ট্রাস্ট

শাহ্ সৈয়দ তাজ উদ্দীন ট্রাস্ট সিলেটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরের জিন্দাবাজারের লতিফ সেন্টারের সামনে এই সবজি বিতরণ করা হয়। প্রায় ৩শ পরিবারে আলু, বরবটি, ভেন্ডি, বেগুন, টমেটো, শশাসহ অন্যান্য সামগ্রী দিয়েছেন ট্রাস্টের দায়িত্বশীলরা।

সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, শাহ্ সৈয়দ তাজ উদ্দীন ট্রাস্ট সিলেটের পরিচালক সৈয়দ সোহেল আহমদ, ব্যবসায়ী সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলজার হোসেন খোকন, সাদেকুর রহমান, মো. আলমগীর, আজিজ সামাদ খান সুহেল, রুবেল, মোবারব, মাহতাব, মাবরুর, হাসিবুল হাসান, হামীমুল হাসান প্রমুখ।

এনপি-০৮/বিএ-১২