প্রকৃতিতে ফিরেছে প্রাণ
করোনায় প্রাণ হারাচ্ছে মানুষ কিন্তু জীবিত হচ্ছে প্রকৃতি। জন কোলাহল না থাকায় প্রকৃতি যেনো স্বস্তির নি:শ্বাস নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির এই সজিবতা টিকিয়ে রাখতে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিকল্প নেই। দূষণমুক্ত, নির্জন, কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিচ্ছে। করোনা মহামারীর কারনে দীর্ঘদিন নিঃসঙ্গ থাকা শহীদ মিনারের গাছগাছালি ও ঘাসেও লেগেছে সজিবতার ছোঁয়া। ছবিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রি এইচ এম শহীদুল ইসলাম।